সূরা নাহল; আয়াত ৫৩-৫৭
সূরা নাহলের ৫৩ ও ৫৪ নম্বর আয়াতে বলেছেন,
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ ثُمَّ إِذَا مَسَّكُمُ الضُّرُّ فَإِلَيْهِ تَجْأَرُونَ (53) ثُمَّ إِذَا كَشَفَ الضُّرَّ عَنْكُمْ إِذَا فَرِيقٌ مِنْكُمْ بِرَبِّهِمْ يُشْرِكُونَ
“তোমাদের কাছে যে সমস্ত নেয়ামত আছে, তা আল্লাহরই পক্ষ থেকে। অতঃপর তোমরা যখন দুঃখে-কষ্টে পতিত হও তখন তাঁরই নিকট কান্নাকাটি কর।” (১৬:৫৩)
“এরপর যখন আল্লাহ তোমাদের কষ্ট দূরীভূত করে দেন, তখনই তোমাদের একদল স্বীয় পালনকর্তার সাথে অংশীদার সাব্যস্ত করতে থাকে।" (১৬:৫৪)
এ আয়াতে বলা হয়েছে,মানুষের সকল সফলতা আল্লাহরই দেয়া,প্রকৃতিতে ছড়িয়ে থাকা পানি,ফল-মূল,শাক-সব্জি,গাছ-পালা থেকে নিয়ে সব কিছুই আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নেয়ামত স্বরূপ। শারীরিক সুস্থতা,আত্মার প্রশান্তি সবই মানুষের প্রতি আল্লাহর দেয়া বিশেষ নেয়ামত। কাজেই আল্লাহর সাথে অংশী স্থাপন করা অন্যায়। আনুগত্য এবং উপাসনা হতে হবে একমাত্র আল্লাহর জন্যেই। কিন্তু কিছু মানুষ আছে যারা বিপদের সময় কিংবা অসুস্থতার সময় আল্লাহকে খুব ডাকে, আবার আল্লাহ যখন তাকে বিপদমুক্ত করেন তখন সে পুনরায় আল্লাহকে ভুলে যায় এবং মনে করতে থাকে অন্য কারো মাধ্যমে তার বিপদ দূর হয়েছে। এটাই হচ্ছে শিরক।
সুখ-শান্তি হচ্ছে মানুষের প্রতি আল্লাহর দেয়া বিশেষ নেয়ামত। এই নেয়ামত যাতে আমাদেরকে আল্লাহর এবাদত থেকে দূরে সরিয়ে নিতে না পারে সে দিকে সতর্ক থাকতে হবে।
এরপর ৫৫ নম্বর আয়াতে বলা হয়েছে,
لِيَكْفُرُوا بِمَا آَتَيْنَاهُمْ فَتَمَتَّعُوا فَسَوْفَ تَعْلَمُونَ
"আমি তাদেরকে যা দান করেছি তা অস্বীকার করার জন্য! সুতরাং ভোগ করে নাও, পরে জানতে পারবে।" (১৬:৫৫)
এ আয়াতে বলা হচ্ছে, বিপদমুক্ত হওয়া কিংবা নেয়ামত লাভের পর কোন মানুষ যদি আল্লাহর কথা ভুলে যায় বা আল্লাহর সাথে অংশী স্থাপন করে তাহলে এর অর্থ দাঁড়ায় সে চরম অকৃতজ্ঞ। কাজেই এ ধরনের অকৃতজ্ঞ ব্যক্তি দুনিয়া ও আখেরাতে আল্লাহর শাস্তির মুখোমুখি হবে এটাই স্বাভাবিক।
এরপর ৫৬ ও ৫৭ নম্বর আয়াতে বলা হয়েছে,
وَيَجْعَلُونَ لِمَا لَا يَعْلَمُونَ نَصِيبًا مِمَّا رَزَقْنَاهُمْ تَاللَّهِ لَتُسْأَلُنَّ عَمَّا كُنْتُمْ تَفْتَرُونَ (56) وَيَجْعَلُونَ لِلَّهِ الْبَنَاتِ سُبْحَانَهُ وَلَهُمْ مَا يَشْتَهُونَ
"আমি তাদেরকে যে জীবনোপকরণ দান করি তারা (মুশরিকরা) তার এক অংশ নির্ধারিত করে তাদের জন্য যাদের সম্বন্ধে তারা কিছুই জানে না। শপথ আল্লাহর, তোমরা যে মিথ্যা উদ্ভাবন কর সে বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে।" (১৬:৫৬)
“তারা আল্লাহর জন্য কন্যা সন্তান নির্ধারণ করে-তিনি পবিত্র মহিমান্বিত এবং নিজেদের জন্যে ওরা তাই স্থির করে, যা ওরা চায়।” (১৬:৫৭)
এই আয়াতে মুশরিক ও পৌত্তলিকদের ভ্রান্ত বিশ্বাস এবং তাদের কুসংস্কারের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, তারা আল্লাহর দেয়া নেয়ামত মন্দির এবং প্রতিমার পেছনে ব্যয় করে। এই গর্হিত কাজের জন্য তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সৃষ্টিকর্তা মহান আল্লাহ যে নেয়ামত দান করেছেন তা শিরক বা প্রতিমা পুজার পছনে ব্যয় করার কোন অধিকার মানুষের নেই।
এখানে আরেকটি বিষয় ইঙ্গিত করা হয়েছে, পৌত্তলিক বা মুশরিকরা মনে করে ফেরেশতারা হচ্ছে নারী।